ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের একাদশে একটি পরিবর্তন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২২ জুন ২০১৮ | আপডেট: ১৮:৫৩, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আজ সন্ধ্যা ৬টায় কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। তার আগেই একদশে ছোট্ট একটি পরিবর্তন করেছে তারা। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ তিতে অবশ্য ওই ম্যাচের একাদশেই আস্থা রেখেছেন। চোটের কারণে কেবল বাদ পড়েছেন ফুলব্যাক দানিলো। তার জায়গায় সুযোগ পেয়েছেন ফাগন।    

অনুশীলনের সময় চোট পেয়েছেন দানিলো। তাই তাকে নিয়ে ঝুঁকি নেননি তিতে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি রাইটব্যাককে বসিয়ে সুযোগ দিয়েছেন করিন্থিয়ান্সের ফাগনেরকে। চোটের কারণে সংশয় ছিল নেইমারের খেলাও। যদিও প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড আছেন একাদশে।  

৪-৩-৩ ছকে সাজানো একাদশে গোলরক্ষক আলিসনের সামনে রয়েছেন ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা ও মার্সেলো। মাঝমাঠ থেকে বল জোগান দেবেন কাসেমিরো, পাউলিনিয়ো ও ফিলিপে কৌতিনিয়ো। আর ফরোয়ার্ডে থাকবেন উইলিয়ান, নেইমার ও গাব্রিয়েল জেসুস। ফিফা ডটকম

ব্রাজিলের একাদশ:

আলিসন; ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো; কাসেমিরো, পাউলিনিয়ো, ফিলিপে কৌতিনিয়ো; উইলিয়ান, নেইমার, গাব্রিয়েল জেসুস।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি